ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

কক্সবাজারে প্রকাশ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥

কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্রখ্যাত লালদীঘির পাড়স্থ আহসান বোর্ডিং এর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একপথচারী কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার ২৩ এপ্রিল রাত ১০টার দিকে এঘটনা ঘটেছে।

আহত পথচারীর কিশোর বেলাল উদ্দিন (১৮) কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামের শামশুল আলমের ছেলে। পেশায় (কাড়ির মাথাস্থ ফারুক ডেকোরেটার্স) ডেকোরেশন দোকানের মিস্ত্রী।

তার মোবাইল ও পকেটের টাকা ছিনিয়ে নিতে চাইলে, না দেয়ায় তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান।

আহত কিশোরের বাবা শামশুল আলম জানান, তার ছেলের অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরাম্পর্শ দিয়েছেন চিকিৎসকরা। আহত কিশোর হাসপাতালে প্রচুর বমি করেছে, তাই শংকায় পড়েছে হাসপাতাল কতৃপক্ষ।

তবে গরীব হওয়ায় হাসপাতালের ৫মতলার পুরুষ ওয়ার্ড বেডে পড়ে রয়েছে এই আহত ব্যক্তি।

কক্সবাজার সদর থানাধীন শহর ফাঁড়ির এটিএসআই আরজু রাতেই ঘটনাস্থল পরির্দশন করেন এবং হাসপাতালে দেখতে যান আহত কিশোরকে।

কক্সবাজার শহর ফাঁড়ির এটিএসআই আরজু বলেন, ছিনতাইকারীদেও যেহেতু চিনে নাই, সেহেতু ছিনতাইকারী সনাক্ত করা যাচ্ছে না। তবে ছিনতাইকারী চক্রকে ধরার জন্য অভিযান শুরু করেছেন বলে জানান তিনি।

পাঠকের মতামত: