ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭

কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়াপাড়ায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫।

এ সময় ১টি রামদা, ২টি কিরিচ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং নগদ এক হাজার পঁচিশ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়েছে। র‌্যাব ১৫’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার কমার্স কলেজ সংলগ্ন খুরুশকুল রাস্তার মাথা থেকে টাইমবাজারগামী পাকা রাস্তার একপাশে ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। পরে চক্রের ৭ জনকে আটক করা হয়।

আটকরা হল- কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (২৮), পেশকারপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে নুরুল ইসলাম রাকিব (২২), লোহাগাড়ার চুনতি এলাকার মৃত ছাদেক ওরফে আমির হামজার ছেলে আব্দুল খালেক প্রকাশ রুবেল (২৭), কক্সবাজার ভারুয়াখালী চরপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলম মিয়া (২০), বাদশা ঘোনা এলাকার মৃত মো. মনিউল্লার ছেলে মো. আব্দুল্লাহ (২০), পাহাড়তলী এলাকার শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও বাদশাঘোনা এলাকার কবির হোসেনের ছেলে রবিউল হাসান (১৯)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- দেশীয় অস্ত্র-শস্ত্রসহ উক্ত স্থানে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে পর্যটকসহ স্থানীয় জনসাধারণকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। আটককৃত অনেকের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় অস্ত্র আইন, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরিসহ কমপক্ষে এক ডজন মামলা রয়েছে। এসব মামলায় তারা একাধিকবার আটক হয়েছিল বলে জানান র‌্যাব।

পাঠকের মতামত: