প্রেস বিজ্ঞপ্তি ::
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, সাংবাদিক, ছাত্র, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বুধবার কক্সবাজারে কালের কন্ঠের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালী বের করা হয়। এছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের নিয়ে কালের কন্ঠের জন্ম দিনের কেক কাটা হয়।
বুধবার (১০ জানুয়ারী) সকাল ১০ টায় কক্সবাজার প্রেস ক্লাবে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যমত পোষন করে বলেন, দেশের কল্যানে সবাইকে একসাথে কাজ করতে হবে। মতাদর্শ ভিন্ন হলেও দেশের জন্য সবাই ঐক্যমত পোষন করার উপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, ত্রিপিটক এবং গীতা পাঠ করা হয়। আলোচনা সভায় অতিথিরা বলেন-‘মিডিয়া হচ্ছে সার্বজনিন। এখানে সকল রাজনৈতিক দল, ধর্মীয় সম্প্রদায়, শ্রেনী পেশাসহ সর্বস্তরের মানুষের দর্পন হচ্ছে মিডিয়া। তাই মিডিয়া পক্ষপাতিত্ব হয়না বলেই তাদের আহবানে সবাই এক কাতারে দাঁড়াই। দেশে সবার গ্রহণযোগ্য সেইরকম একটি বড় মিডিয়া হচ্ছে কালের কন্ঠ। মাত্র ৮ বছরের মধ্যে এই পত্রিকা একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’
বক্তারা আরো বলেন, জাতীয় পত্রিকা কালের কন্ঠ ইতিমধ্যে কক্সবাজারের উন্নয়ন কর্মকান্ডের সাথে সমস্যাদি নিয়েও ব্যাপক লেখালেখির মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছে। তাছাড়া দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশেও পত্রিকাটি ব্যাপক ভুমিকা রেখে চলেছে।
আলোচনা সভায় কালের কন্ঠের শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা , জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, প্রবীন সাংবাদিক বদিউল আলম, কক্সবাজার বড় বাজার জামে মসজিদের খতিব মৌলানা কামাল উদ্দিন, কক্সবাজার গোলদিঘীর পাড় সৎসঙ্গ আশ্রমের প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দোপাধ্যায়, সহকারি সেবায়েত প্রিয়তোষ দে, রামু কেন্দ্রিয় সীমা বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রজ্ঞানন্দ ভিক্ষু।
কালের কন্ঠ শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠের কক্সবাজার এর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, দৈনিক আজকের দেশবিদেশ এর সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা সংবাদদাতা আয়ুবুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, রাজনীতিক এডভোকেট ফরিদুল আলম, ইউনুস বাঙ্গালী, ডা: চন্দন কান্তি দাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, এম. আর মাহবুব, মাহবুবুর রহমান, মো: জুনাইদ, কামরুল ইসলাম মিন্টু, আহসান সুমন, চঞ্চল দাশ গুপ্ত, আবদুল আলীম নোবেল, আজিম নিহাদ, মহিবুল্লাহ মুহিব, সাইফুল ইসলাম, রাজনীতিক রিদুওয়ান আলী, এবি সিদ্দিক খোকন, পৌরআওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মিজানুর রহমান, শুভ সংঘের সভাপতি রাজিব দেবদাশ , সাধারন সম্পাদক আরাফাত সাইফুল আদর, কর্মকর্তা আবু ইউসুফ, রাজীব বিশ্বাস, আসিফ সাইফুল আবির, কানিজ ফাতেমা সুমি, নয়ন চক্রবর্তি, রুপক ভৌমিক, ইল্লু বড়–য়া, তিলক কর্মকার , রিয়াদ চৌধুরী, দুর্জয় বড়–য়া, জয় চক্রবর্তি, মো:আজিজ, নুরুল আজিজ, পিন্টু মল্লিক প্রমুখ।
শুভেচ্ছা জ্ঞাপন সভার শুরুতে কেন্দ্রিয় শহীদ মিনার থেকে প্রেস ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালীতে সর্ব শ্রেণী পেশার লোকজন অংশগ্রহন করেন।
পাঠকের মতামত: