ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

কক্সবাজারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন চলছে

qqশাহেদ মিজান, সিবিএন: 
কক্সবাজারের আন্তর্জাতিক কেরাত সম্মেলন চলছে। বৃহস্পতিবার বেলা ৩ট থেকে শুরু হলেও আছর নামাজের এই কেরাত সম্মেলনে দর্শক সমাগম হতে থাকে। মাগরিবের আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে আগত কারীগণ কেরাত পেশ করছেন।
আয়োজক কর্র্র্র্তৃপক্ষ জানান, সাতটি দেশের প্রখ্যাত ক্বারীদের অংশগ্রহণে পর্যটন শহর কক্সবাজারে চলছে যাচ্ছে ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হুসনে সওত প্রতিযোগিতা ২০১৭’। হুসনে সওত হলো মহান আল্লাহর বাণী আল-কুরআনের সুন্দর কন্ঠের তেলাতওয়াতের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কক্সবাজার জেলার স্কুল ও মাদ্রাসার ১০ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার জেলা শাখা এই সম্মেলন ও প্রতিযোগিতার আয়োজন করছে।


এই সম্মেলনেই যোগ দেয়ার কথা রয়েছে মিশর, মরক্কো, ইরান, ব্রুনাই, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশের ৯ জন প্রতিথযশা ক্বারী। এরা হলেন মিশরের শাইখ মুহাম্মদ আল হুসাইনী ঈত্বা ও শাইখ মুহাম্মদ আল-মুরিজ্বী, মরক্কোর ড. আবদুল ফাত্তাহ আল ফুরাইসী, ইরানের ক্বারী কারীম মানসুরী, ব্রুনাইয়ের ক্বারী আওয়াং হাজ্জ মেতুসসীন, ভারতের মাওলানা ক্বারী তৈয়ব জালাল, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন ও বাংলাদেশের ড. আহমদ বিন ইউছুফ।
এই সম্মেলনে সভাপতিত্ব করছেন চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক ক্বেরাত বিভাগীয় প্রধান ও উসতাযুল কুররা ক্বারী আল্লামা আবদুল গণি (বড় ক্বারী সাহেব হুজুর)।
বিকালে এই সম্মেলন হলেও সকালে হবে হুসনে সওত প্রতিযোগিতা (সুন্দর কন্ঠের প্রতিযোগিতা)। এই প্রতিযোগিতা কক্সবাজার হয় শহরের তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার হল রুমে।

 

পাঠকের মতামত: