ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

কক্সবাজারে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

atokসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ০৯ ফেব্রুয়ারী ::

কক্সবাজারে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২ টি ছোরা, ১ টি কিরিচ ও ২ টি মুখোশ উদ্ধার করা হয়। মঙ্গলবাল দুপুর ১২ টার দিকে শহরের কলাতলীর শাহাদাত ঘোনা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বাসটার্মিনালের পূর্ব লারপাড়া এলাকার দিল মোহাম্মদের পুত্র মুন্না প্রকাশ সাহেদ প্রকাশ পুতু (২০), পূর্বলারপাড়া কুতুবদিয়া পাড়া এলাকার মৃত ছৈয়দ হোসেনের পুত্র নুরুল আলম লালু (২২), একই এলাকার মৃত নেজাম আক্কাসের পুত্র রফিক (১৯) ও পাহাড়তলী এলাকার মৃত আবুল বশরের পুত্র রুবেল প্রকাশ ঈসমাইল (২০)।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আব্দু রহিম জানান, ডাকাতি প্রস্তুতি গোপন খবর পেয়ে শাহাদাত ঘোনা এলাকায় অভিযান চালিয়ে এসব ডাকাত আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরী এলজি, ২টি ছোরা, ১টিকিরিচ ও ২ টি মুখোশ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: