ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে দু’লবণ চাষী নিহত

indexএম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২২ মার্চ ॥

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বজ্রপাতে দুই জন লবণ চাষী নিহত হয়েছেন। ২২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের মধ্যম রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠাৎ প্রবল বর্ষণ শুরু হয়। লবণ রক্ষা করতে চাষীরা মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন মাতারবাড়ীর মধ্যম রাজঘাট এলাকার আবুল কালামের ছেলে হাবিব উল্লাহ (৩২) ও ধলাবাপের পাড়ার রইস উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৩৫)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) বাবুল চন্দ্র বণিক জানিয়েছেন, লবণ মাঠে বজ্রপাতে নিহত দু’জনের মৃতদেহ নিজ নিজ বাড়ীতে রয়েছে।

পাঠকের মতামত: