ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

কক্সবাজারের ভারুয়াখালীতে ডাকাতি-অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আনোয়ার হোছাইন, কক্সবাজার ::::

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । এসময় ডাকাতের মারধরে প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয় । পরে জনতার সহায়তায় পুলিশ অস্ত্রসহ লুতু মিয়া প্রকাশ লুতু (৩০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে ভারুয়াখালী ইউনিয়নের চৌচুলা মোরা নামক গ্রামে ডাকাতির ঘটনা ঘটে । জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উক্ত এলাকার জুলু মিয়ার ছেলে প্রবাসী মহসীনের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় । ঐসময় ডাকাতরা প্রবাসীর স্ত্রীকে বেদড়ক পিটিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় । পরদিন সকালে প্রতিবেশীরা ডাকাতির সংবাদ পেয়ে প্রবাসীর বাড়ীতে গেলে আহত প্রবাসী স্ত্রী একই এলাকার গুরা মিয়ার ছেলে ডাকাত লুতু মিয়া প্রকাশ লুতুকে চিনতে পেরেছে বলে লোকজন ও  মেম্বার- চেয়ারম্যানকে জানায় । এতে এলাকাবাসী চিহ্নিত এ ডাকাতকে খুঁজতে থাকে । জনতার ধাওয়ায় উক্ত ডাকাত পার্শ্ববর্তী এক ঘরের পায়খানার ঠ্যাংকিতে লুকিয়ে থাকলে তাকে ঘেরাও করে  পুলিশকে জানায় । ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:খায়রুজ্জমানের নির্দেশে পুলিশ ঠ্যাংক থেকে অস্ত্রসহ এ ডাকাতকে আটক করে । ভারুয়াখালী চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন । ঘটনাস্থলে যাওয়া এসআই দেবাশীষ সরকার দেশীয় তৈরী এলজি এবং ছুরিসহ উক্ত ডাকাতকে আটক  করা হয়েছে বলে জানান। এদিকে সম্প্রতি এলাকার আইন শংখলার চরম অবনতি হয়েছে । এমন কোন দিন নেই, কোন না কোন স্থানে অপরাধ সংঘটন হচ্ছেনা ।

পাঠকের মতামত: