ঢাকা,সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার

বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাবেন।image-62002-1485955598

বুধবার দুপুরে সৌদি আরবে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহয়বিন তাহের বেনতেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ধর্মমন্ত্রীর নেতৃত্বে হজ প্রতিনিধি দলে রয়েছেন ধর্ম সচিব মো. আবদুল জলিল, যুগ্মসচিব (হজ) মো. হাফিজউদ্দিন, ধর্মমন্ত্রীর একান্ত সচিব ড. মো. আবুল কালাম আজাদ, ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাঈদ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম প্রমুখ।

অনলাইন ডেস্ক ::

পাঠকের মতামত: