ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

এক বছরে ঈদগাঁওতে অভূতপূর্ব উন্নয়ন হবে -কমল

sssssssমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

রামু- কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, আগামী এক বছরে ঈদগাঁওতে অভূতপূর্ব উন্নয়ন হবে। তিনি ডিসি সড়কের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ৩০ লাখ টাকা বরাদ্ধের ঘোষণা দেন। উক্ত প্রকল্পের টেন্ডার ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি ১৯ জুন বিকেলে ঈদগাঁও বাজারের ডিসি সড়কের চলমান নির্মাণ কাজ পরিদর্শনে এসে সংশ্লিষ্ঠ ঠিকাদারকে এক সপ্তাহের মধ্যে সড়কের অবশিষ্ট উন্নয়ন কাজ শেষ করার নির্দেশ দেন। পরে সাংসদ বাঁশঘাটা পারাপার সেতু পরিদর্শনে গেলে জনতার উপস্থিতি সমাবেশে রূপ নেয়। তিনি জনগুরুত্বপূর্ণ এ সেতুর নির্মাণ কাজ দ্রুত শুরুর আশ্বাস দেন। কমল উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, তাঁর নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয়ে ঈদগাঁওর কয়েকটি সড়কের কার্পেটিং করা হবে। প্রকল্পগুলো দ্রুত শুরু করতে তিনি ঠিকাদারদের নির্দেশ দেন। সড়কগুলোর মধ্যে রয়েছে ঈদগাঁও জাগির পাড়া সড়ক, ভাদিতলা সড়ক, তেলি পাড়া সড়ক, আউলিয়াবাদ সড়ক, বোয়ালখালী সড়ক ও শিয়া পাড়া সড়ক। এ সময় সদর আ.লীগ সভাপতি আবু তালেব, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, জালালাবাদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, সদর আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম এমইউপি, আবদুর রাজ্জাক এমইউপি, সদর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দীন এমইউপি, সাবেক মেম্বার বশির আহমদ, সদর যুবলীগ সহ-সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, দিদারুল ইসলাম এমইউপি, আবু বক্কর ছিদ্দিক বান্ডি এমইউপি, সিরাজুল ইসলাম এমইউপি, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: