উখিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ উঠেছে। মাতৃ ভাউচার স্কীম প্রকল্প (ডিএসএফ) জাতীয় ঠিকা দিবস কার্যক্রম সহ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন খাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মে জড়িত হয়ে পড়েছে ইউএইচএফপিও আব্দুল মাবুদ।
খোজখবর নিয়ে জানা যায়, মাতৃ ভাউচার স্কীম প্রকল্পের আওতাφয় ৫টি ইউনিয়নে ৫টি ইউনিয়ন পর্যায়ে অবহিত করণ সভায় মোট ১৫০ জন অংশগ্রহণকারীর মাঝে ৬শ টাকা সমমূল্যে ব্যাক খাতা কলম ও অন্যান্য সামগ্রী দেওয়ার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মাবুদ নিজেই নামে মূল্যে অর্থাৎ ২শ টাকার মধ্যে উক্ত সামগ্রী ক্রয় করে অবশিষ্ট টাকা পকেটস্থ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, কর্মশালার উপকরণ সামগ্রী ক্রয় করার জন্য একটি ক্রয় কমিটি রয়েছে। উক্ত কমিটিকে না জানিয়ে ইউএইচএফপিও নিজেই সব কিছু ক্রয় করেছে। এছাড়াও উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্টিত হওয়ার কথা থাকলেও অদ্যবধি পর্যন্ত তা হয়নি। অনেকে আশাংকা করছে সভা দেখিয়ে বরাদ্দকৃত টাকা নিজেই হাতিয়ে নেবে।
এদিকে জাতীয় টিকা দিবসের সরকারী বরাদ্দকৃত টাকা প্রদানে ব্যাপক অনিয়ম করেছে ইউএইচএফপিও আব্দুল মাবুদ। উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে ২ রাউন্ডের টাকা বিতরণের সময় ১ হাজার ৫শ টাকা করে কর্তন করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে মাঠ কর্মীরা জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় টিকা দিবস সফল ও সার্থক করার জন্য প্রচার-প্রচারণা, ব্যানার ফেস্টুন সহ স্কুল ও কমিউনিটি পর্যায়ে মতবিনিয় সভা করে থাকে স্বাস্থ্য মাঠ কর্মীগণ। এসব কর্মসূচীর টাকা সরকারী ভাবে বরাদ্দ হয় অনেক পরে। গত সপ্তাহে জাতীয় টিকা দিবসের বরাদ্দকৃত টাকা প্রদানের সময় বিপুল পরিমাণ অংকের একটি অংশ কর্তন করে রেখেদেন ইউএইচএফপিও আব্দুল মাবুদ। শুধু তাই নয় এ কর্মকর্তা কমিশন ছাড়া কোন ফাইল নড়াচড়া করে না।
এ ব্যাপারে জানতে চাইলে, ইউএইচএফপিও আব্দুল মাবুদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, মাতৃ ভাউচার স্কীম প্রকল্পের ইউনিয়ণ পর্যায়ের সভায় বিতরণকৃত উপকরণ সামগ্রী যথাযথ ভাবে ক্রয় করা হয়েছে এবং জাতীয় টিকা দিবসের বরাদ্দকৃ টাকাও সঠিক ভাবে বিতরণ করা হয়। অপর এক প্রশ্নের জবাবে উপজেলা পর্যায়ের অবহিত করণ সভা এখনো হয়নি বলে সত্যতা স্বীকার করেন তিনি।
এদিকে ইউএইচএফপিও আব্দুল মাবুদ মহেশখালী হাসপাতালে দায়িত্বপালনকালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০১৩ সালে তার বিরুদ্ধে বিক্ষুদ্ধ হয়ে মানবন্ধন ও প্রতিবাদ সভা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। আন্দোলনের মুখে দুর্নীতিবাজ ইউএইচএফপিও আব্দুল মাবুদ কে উধ্বতন কর্তৃপক্ষ বদলী করতে বাধ্য হন। উখিয়ার সচেতন নাগরিক সমাজ অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ ইউএইচএফপিও আব্দুল মাবুদ একই কায়দায় উখিয়া হাসপাতালেও একের পর অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। এ ব্যাপারে জেলা সিভিল সার্জনের নিকট হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
পাঠকের মতামত: