ঢাকা,বুধবার, ৯ অক্টোবর ২০২৪

উখিয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশ কর্মকর্তা সহ আহত ২

cccccমাহমুদুল হক বাবুল, উখিয়া ::

কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার টি এন্ডটি হাজম্ম্যা রাস্তার মাথা নামক এলাকায় দূর্ঘটনার কবলে পড়ে এক পুলিশ কর্মকর্তা সহ দুই জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনার ঘটনাটি ঘটে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে প্রতিদিনের ন্যায় সড়ক নিরাপত্তার ক্ষেত্রে উখিয়া থানা থেকে বালুখালীর দিকে দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে টি এন্ডটি হাজম্ম্যার রাস্তার মাথা নামক এলাকায় পুলিশের গাড়ী পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে থানার উপÑপরিদর্শক মোঃ আব্দুর রহিম ও চালক কনষ্টেবল রনবির গুরুতর আহত হয়। এ সময় আহতদের শৌর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাদেরকে দ্রুত উখিয়া সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহতরা এখনো সংখ্যামুক্ত হয়নি বলে জানান। এ ব্যাপারে থানার ওসি মোঃ হাবিবুর রহমান সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং পুলিশ কর্মকর্তার দূর্ঘটনার খবর তার নিজ গ্রামের বাড়ী চৌদ্দগ্রামে ছড়িয়ে পড়লে তার স্ত্রীর আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

পাঠকের মতামত: