ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা-গ্রামবাসী ও পুলিশের ত্রিমূখী সংঘর্ষ আহত-১৫

ফারুক আহমদ, উখিয়া ::

কক্সবাজারের উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ-জনতা ও রোহিঙ্গাদের মাঝে ত্রিমূখী রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ পুলিশ সদস্য সহ ১৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটেছে। খরব পেয়ে র‌্যাব ও পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রনে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী তাজনিমার খোলা ক্যাম্পের পাশে কিছু উৎশৃংখল রোহিঙ্গা যুবক ইয়াবা সেবন করছিলো। ওই দিন পবিত্র শবে বরাতের রাত হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা রোহিঙ্গাদেরকে ইয়াবা সেবনে বাধাঁ দেয়। এক পর্যায়ে সন্ত্রাসী রোহিঙ্গারা সংঘবন্ধ হয়ে স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে রোহিঙ্গাও গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে রোহিঙ্গারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ফাঁকা গুলি বর্ষন করে। এ ঘটনায় বর্তমানে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে চরম উত্তেজনা সহ মুখোমুখি অবস্থান করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ জানিয়েছেন রোহিঙ্গা ও এলাকা বাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার মজুদ সহ নানা অপরাধের আস্তনা গড়ে উঠেছে। রয়েছে অসংখ্য অবৈধ অস্ত্র । মাদক সেবনে বাঁধা দেওয়ায় গ্রামবাসীদের উপর রোহিঙ্গা সন্ত্রসীদের হামলা খুবই দু:খ জনক। এ সব চিহিৃত দুর্ধর্ষ রোহিঙ্গাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান তিনি এ দিকে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও র‌্যাবের একটি দল ক্যাম্পে রয়েছে।

পাঠকের মতামত: