ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র মামলার পলাতক আসামী বেলাল ডাকাত আটক

dddddমাহমুদুল হক বাবুল, উখিয়া :::

উখিয়ার বহুল আলোচিত একাধিক অস্ত্র মামলার পলাতক আসামী কুখ্যাত বেলাল ডাকাত অবশেষে থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জানা গেছে, মরিচ্যা এলাকার রশিদ আহম্মদের ছেলে কুখ্যাত বেলাল উদ্দিন প্রকাশ বেলাল ডাকাত গত ২৩/১/২০১৬ইং তারিখে কক্সবাজার সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ৫ মাসের মাথায় উখিয়া থানা পুলিশের হাতে সে আটক হয়। তার আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে বলে জানা যায়। থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন চিহ্নিত ডাকাত বেলালের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯Ñ এ মামলা নং ২০(০১) ১৬ ইং সহ একাধিক অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে পুলিশের চোখঁকে ফাকি দিয়ে আতœগোপনে ছিল। গতকাল শুক্রবার রাত্রে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: