ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

উখিয়ায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় কক্সবাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

„_1প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলার উখিয়া তেলখোলা এলাকায় দশম শ্রেণীর পড়ুয়া ছাত্রী পাহাড়ি কিশোরী ইলা রাণী চাকমাকে ধর্ষণের প্রচেষ্টা ও তার বড় বোন মাছাউ চাকমাকে হামলা এবং ধর্ষণের প্রচেষ্টাকারী ইব্রাহিম, আব্দুর রহমান, রফিক গংদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ই ফেব্র“য়ারী) দুপুর ১:৩০ মিনিটের সময় জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ উখিয়া-টেকনাফ শাখার উদ্যোগে কক্সবাজার জেলা সদরে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচীর আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি কোর্ট বিল্ডিং থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনের সামনে এসে শেষ হয়। উক্ত সমাবেশে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মণি স্বপন চাকমার সভাপতিত্বে পিসিপির চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক থোয়াই চিং মং চাক (ক্লিন্টন) এর সঞ্চালনায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্র প্রতিনিধি অংখিং অং চাকমা, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব সুজিত চাকমা (মাঝি)। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পিসিপির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমা, আরো সংহতি জানান গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি উচিং শৈ চাক (শুভ)। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন সোমবার (১৩ই ফেব্র“য়ারী) জংগলাকীর্ণ এলাকায় উৎপেতে থাকা কিছু বখাটে যুবক ইব্রাহিম, আব্দুর রহমান সহ ৪/৫ জন দুর্বৃত্তরা থাইংখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর পড়ুয়া ছাত্রী ইলা রাণী চাকমাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে তাকে বখাটে ইব্রাহিম এবং আব্দুর রহমান সহ ৪/৫ জন দুর্বৃত্তরা টানাহেঁচড়া করে পাহাড়ের দিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ইলা রাণী চাকমার আত্মচিৎকারের শব্দ শুনে তার আপন বড় বোন মাছাউ চাকমা ইলা রানী চাকমাকে রক্ষা করার উদ্দেশ্যে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের দুই বোনকে যথেষ্ট এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত ও ফুলা জখম করে চলে যায়। বর্তমানে দেশের নারীরা কোথাও নিরাপদ নয় উল্লেখ করে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিবাদী কল্পনা চাকমাকে দীর্ঘ ২০ বছর আগে অপহরণ করার পর আজ অবদি তার কোন খোঁজ পাওয়া যায়নি শুধু তাই নয় ভিক্টোরিয়া কলেজে মেধাবী শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এ ধরণের আলোচিত ঘটনাকেও যথাযথ বিচারের মর্যাদা সরকার আন্তরিক ভাবে দিতে না পারায় পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, ধর্ষন, খুন, পুনরাবৃত্তি ঘটে চলেছে। সমাবেশ থেকে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনি স্বপন চাকমা প্রশাসনের দৃষ্টি আর্কষন পূর্বক ধর্ষণের প্রচেষ্টাকারীদের আটক করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।

পাঠকের মতামত: