ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

উখিয়ায় ছাত্রলীগ নেতা নিহত, আহত ৫

নিহতউখিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের অন্যতম সীমান্ত উপজেলা উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে উখিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাহীনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে উখিয়া সদর ষ্টেশনের জামান হোটলের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সিকদারবিল এলাকার মোঃ কালু হাজীর ছেলে, এলাকার কথিত প্রভাবশালীর ‘লালিত সন্ত্রাসি’ জাহাঙ্গীর ও তার অস্ত্রধারীদের এলোপাতাড়ি ছোরার আঘাতে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কালু হাজীর ছেলে ও উখিয়া কলেজ ছাত্র শাহিন (২২) গুরুতর আহত হন।
সংশ্লিষ্টদের মতে, আহত শাহিনকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই শাহিন মারা যান।
এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত: