ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উখিয়ার ইলিয়াছ মাদারীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক

Madaripur-120160612094341নিউজ ডেস্ক ::

মাদারীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. ইলিয়াস আহম্মেদ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া এলাকার বেলাল আহম্মেদের ছেলে।মাদারীপুর গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, মাদকের এই চালানটি কক্সবাজার থেকে কাওড়াকান্দি নৌরুট হয়ে খুলনা যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ইলিয়াসকে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

পাঠকের মতামত: