সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের দুই পীরের ভক্তরা বুধবার পবিত্র ঈদুল ফিতর পালন করছে। চন্দনাইশের মমতাজিয়া দরবার এবং সাতকানিয়ার মীর্জার খিল দরবার শরীফের কয়েক হাজার ভক্ত রমজান শেষ করে ঈদের নামাজ আদায় করেছেন।
চন্দনাইশের জাগিরিয়া মমতাজিয়া দরবার শরীফে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সোয়া নয়টায়। এই জামাতে ইমামতি করছেন দরবার শরীফের পীর শাহছুফী মাওলানা মোহাম্মদ আলী।
মমতাজিয়া দরবার শরীফের খাদেম মতি মিয়া মনসুর জানিয়েছেন, কয়েক হাজার মানুষ প্রধান জামাতে অংশ নিয়েছে, চন্দনাইশের প্রধান জামাত ছাড়াও দক্ষিন চট্টগ্রামের আরো কয়েকটি স্থানে এই মাজারের ভক্তরা ঈদ পালন করেছেন।
তিনি আরো জানান, “প্রায় আড়াই’শ বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এই মাজার শরীফে ঈদুল ফিতর পালন করা হয়।”
অন্যদিকে সাতকানিয়া মীর্জারখিল দরবার শরীফে সকাল ১০টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ভক্তরা। দরবার শরীফের পীর হয়রত মৌলানা মোহাম্মদ আরেফুল হাই এর বড় ছেলে মুফতি মৌলানা মোহাম্মদ মকছুদুর রহমান এখানে ঈদের নামাজে ইমামতি করেছেন।
প্রায় দুশ বছর আগে মীর্জারখিল দরবার শরীফের পীর মাওলানা মুখলেছুর রহমান (রহঃ) পৃথিবীর অন্য যেকোন দেশে চাঁদ দেখা গেলেই রোজা, ঈদ এবং কোরবানী পালনের নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে সারাদেশে মির্জাখীল দরবারের অনুসারীরা এ নিয়ন পালন করে আসছেন।
এই দুই মাজারের ভক্তদের দক্ষিন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কমপক্ষে ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দক্ষিন চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার ও বান্দরবান জেলায় দুই পীরের ভক্তরা যথারীতে ঈদুর ফিতর পালন করছেন।
পাঠকের মতামত: