ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ঈদগাঁও মাইক্রো মালিক সমিতির কোন্দল! বলির পাঠা মাইক্রো চালক

coxs logoনাছির উদ্দীন, সদর প্রতিনিধি :::

জেলা মাইক্রোবাস ও কার মালিক সমিতির ক্ষমতার দ্বন্ধের বলির পাঠা হল খুটাখালীতে ইয়াবাসহ আটক নিরীহ মাইক্রো শ্রমিক। ১৩ অক্টোবর বৃহষ্পতিবার সন্ধ্যায় ঈদগাঁওস্থ শ্রমিক সমিতির কার্যালয়ে তাৎক্ষনিকভাবে অনুষ্ঠিত মালিক-শ্রমিক সমিতি নেতৃবৃন্দের যৌথ সভায় উপস্থিত সাংবাদিকদের উক্ত বিবৃতি দেন। এসময় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে মালিক সমিতির মধ্যে ক্ষমতার দ্বন্ধ চলে আসছে। এ নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠে। এর জেরেই বৃহষ্পতিবার দুপুরের দিকে খুটাখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়ক এলাকায় চকরিয়া পুলিশের এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশদল তল্লাশী চালিয়ে চট্টগ্রামমুখী মাইক্রোবাস চট্টমেট্রো চ ১১-৩১৪৯ গাড়ী থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় পুলিশ গাড়ী চালক আবু তাহের, পিতা- মকবুল আলম, সাং- খুটাখালী, নতুন মসজিদ গর্জনতলীকে আটক করে নিয়ে যায়। গাড়ী মালিক মোজাফ্ফর আহমদ উপস্থিত মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সামনে দাবী করেন, এ ঘটনা পরিকল্পিত এবং মালিক পক্ষের ক্ষমতালোভী একটি চক্রই ঘটিয়েছে। যা ইতিমধ্যে তারা অনেকটা চিহ্নিত করতে পেরেছেন বলে জানান। অপরদিকে শ্রমিক সভাপতি সেলিম আকবর ক্ষোভের সাথে জানান, মালিক পক্ষের ক্ষমতার দ্বন্ধের বলি হচ্ছে নিরীহ শ্রমিকরা। একই দিন সন্ধ্যায় চিহ্নিত একটি চক্র তুচ্ছ ঘটনার জেরে শ্রমিক অফিসে হামলা চালিয়ে আসবাব পত্র তছনছ করে এবং উপস্থিত শ্রমিকদের নাজেহাল করে। উভয় ঘটনা একইসূত্রে গাঁথা থাকতে পারে বলে তাদের ধারণা। দ্রুত পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার জেলে যাওয়া শ্রমিক আবু তাহেরের মুক্তি ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী ২৪ ঘন্টা পর অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয়ার হুশিয়ারী দেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি সেলিম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নেওয়াজ, আলী আকবর কোম্পানী, রমজান কোম্পানী, মোহাম্মদ ইউনুছ বাবুল, রায়হান উদ্দীন ও মোজাফ্ফর আহমদ। শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোক্তার আহমদ কোম্পানী, সহ-সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক জাফর আলম খুশিসহ অর্ধশতাধিক মালিক-শ্রমিক।

পাঠকের মতামত: