কক্সবাজার জেলার সর্ব বৃহৎ বানিজ্যিক এলাকা ঈদগাঁও বাজারে পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে জনস্বাস্থ্য মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ অলিগলিতে কোন ধরণের পাবলিক টয়লেট হয়নি দীর্ঘদিনেও। পুরো ঈদগাঁও বাজারে কোন ধরণের পাবলিক টয়লেট না থাকায় যত্র তত্র মলমূত্র ত্যাগের দূষিত হচ্ছে পরিবেশ। বৃহত্তর ৮ টি ইউনিয়ন নিয়ে জনবহুল এই ঈদগাঁও বাজার। সপ্তাহের প্রতি শনি-মঙ্গলবার দু’দিনেই হাঁট বসে। লোক সমাগমও বেশী ঘটে। কিন্তু মলমূত্রের দূর্গন্ধে পুরো বাজারে আসা লোকজনের চলা দূষ্কর হয়ে উঠেছে। নাক মুখে হাত বা রুমাল চেপে দ্রুত স্থান ত্যাগ করতে হয় বাজারের বিভিন্ন স্থান থেকে, এছাড়া ঈদগাঁও বাজারে প্রতিদিনই হাঁট বাজারের মত মানুষের আনা গুনা বেশী থাকে এলাকার বিভিন্ন ইউনিয়নের উৎপাদিত পণ্যের মধ্যে ধান, মাছ, লবণ ও তরীতরকারী বেশী সুবিধা পাওয়ায় বহিরাগত লোকের উপস্থিতি উল্লেখযোগ্য। স্থানীয় ছাড়াও বহিরাগত লোকজন তরীতরকারী সহ বিভিন্ন পণ্য বিক্রির জন্য নিয়ে আসে এই ঈদগাঁও বাজারে। এতে বাজারে রয়েছে দুই হাজারও বেশী স্থানীয় দোকান। তাছাড়া ফুটপাতে রয়েছে পাঁচশতাধিক দোকান। কিন্তু একটিও পাবলিক টয়লেট না থাকায় দোকানের আশপাশে টিএন্ডটি এরিয়াসহ বাজারের গুরুত্বপূর্ণ অলিগলিতে ফুটপাত ও খোলা স্থানে যত্রতত্র মূলমত্র ত্যাগ করছে অনেকে। বাজারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলের সময় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে পথচারীদের। সরে জমিনের দেখা যায়, বাঁশঘাটা রোড, সওদাগড় পাড়া রোড, বাজারের দক্ষিণ পার্শ্বে তেলী পাড়া রোড, ডিসি রোড, বাজারের বিভিন্ন অলিগলি কালিবাড়ী রোড, হাসপাতাল রোড, জাগির পাড়া রোডের নির্দিষ্ট কিছু পয়েন্টে প্রায় প্রতিদিন মানুষের মলমূত্র থাকে।
জানা গেছে, বাজার শেষ হওয়ার পর যারা রাত্রে নিজ বাসায় না গিয়ে দোকানে রাত যাপন করে তারাই আধো রাতে বা ভোরে উঠে বাজারের বিভিন্ন অলিগলি বা দোকানের আড়ালে বা রাস্তার আশপাশে এসব মলমূত্র ত্যাগ করে, বাজারের নির্দিষ্ট কোন পয়েন্টে পাবলিক টয়লেট না থাকায় রাস্তার প্রায় সবসময় মানুষের মলমূত্রের দূর্গন্ধ ছড়ায়। আরও জানা গেছে বাজারে কাজ করতে আসা অবস্থানকারী শত শত দিন মজুর ভাসমান মানুষ সন্ধ্যার পর থেকে রাতে মলমূত্র ত্যাগ করে। বাজারের রাস্তা ফুটপাত ও খোলা স্থানে অবস্থানকারী ভাসমান মানুষ, ফকির, পাগল, ভবঘুরে, কুলি মজুর, রিক্সা চালকদের অনেকেই রাতের আধারে খোলা স্থানে এই কাজটি করে। বাজারে যেসব এলাকায় ভাসমান ও ছিন্নমূল মানুষের চাপ বেশী সেই সব এলাকায় পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা না থাকায় সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতা ও অবহেলা খোলা স্থানে মলমূত্র ত্যাগে পরিবেশ নষ্ট ও প্রয়োজনীয় সচেনতার অভাবে এঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মতে বাজারের বেশী ভাগ স্থানে পাবলিক টয়লেট নেই। এই জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে জরুরী ভিত্তিতে পাবলিক টয়লেট স্থাপন করার দাবী এবং নাগরিকদের জন্য ফ্রিঃ টয়লেট ব্যবস্থা করতে হবে কারণ দুস্ত মানুষ টাকা দিয়ে টয়লেট ব্যবহার করার সামর্থ রাখে না। বাজারে এবং বাসষ্টেশনে স্বাস্থ্য সম্মত টয়লেট ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে যেখানে মানুষের সমাগম হয় বেশী সেখানে একটি টয়লেট মলমূত্র ত্যাগের কারণে একি সাথে জনস্বাস্থ্য ও পরিবেশ দূষণ হয় তাই বাজারের বিভিন্ন স্থানে মানসম্মত পাবলিক টয়লেটের নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন বাজারবাসী।
পাঠকের মতামত: