ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

ঈদগাঁও উপজেলা চেয়ারম্যান’র সাথে সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন ঈদগাঁও উপজেলা পরিষদ’র নবনির্বাচিত প্রথম চেয়ারম্যান আবু তালেব’র সাথে। সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব’র নবনির্বাচিত সভাপতি সেলিম উদ্দিন ও  সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান’র নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ঈদগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আবু তালেবকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক  নুরুল আমিন হেলালী, সাংগঠনিক সম্পাদক এইচএন আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোছাইন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এসময় উপজেলা চেয়ারম্যান আবু তালেব সাংবাদিক নেতৃবৃন্দের সাথে উপজেলার বিভিন্ন সমস্যা ও তা সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।তিনি উপজেলাকে এগিয়ে নিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।সাংবাদিক নেতৃবৃন্দও যে কোন সমস্যায় পাশে থেকে সহযোগিতার মনোভাব ব্যক্ত করেন।

পাঠকের মতামত: