ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি : অপহরণ-৪ : আহত-৭

dakati-21সেলিম উদ্দিন, ঈদগাঁও :::

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় যানবাহনে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতের প্রহারে ৭ ব্যক্তি আহত ও ৪ জনকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ২৫ জুন রাত সাড়ে ৮টার দিকে এ দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রী সূত্রে জানা যায়, ঘটনার সময় ঈদগাঁও বাসস্টেশন থেকে ঈদগড়মুখী যাত্রীবাহী হিল লাইন(কক্সবাজার ছ ১১-০১০৩) ঘটনাস্থলে পৌছামাত্র ১৫-২০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল গাড়ী থামিয়ে লুটপাট চালায়। এসময় ডাকাতদের হামলায় ৭ ব্যক্তি আহত হলেও ৪ ব্যক্তিকে অপহরণ করে গহীন জঙ্গলের দিকে নিয়ে যায়।

অবশ্যই অপহৃত ঈদগড় খোনকার পাড়া এলাকার নাজির হোসেন সওদাগরের পুত্র আবদুল হাকিম ডাকাতদলের জিম্মি দশা থেকে কৌশলে পালিয়ে চলে আসে।

অন্যান্য অপহৃতরা হল ইসলামাবাদ খোদাইবাড়ী গ্রামের মৃত ছৈয়দ আহমদের পুত্র ব্যবসায়ী মোহাম্মদ কালু, ঈদগড় এলাকার মৌলভী মনির আহমদ প্রকাশ খোকন মৌলভী, ঐ এলাকার আরেক ব্যবসায়ী দেলোয়ারসহ ৪জন।

এছাড়া আহতদের মধ্যে যাদের নাম পাওয়া যায়, তারা হল ঈদগড় এলাকার রুহুল আমিন, শাহ আলম, খুইল্যা মিয়া ও খালেদ। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া ঘটনার পরপরই অভিযানে নামছেন বলে জানান।

পাঠকের মতামত: