ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ঃ আহত-৩

dakati..সেলিম উদ্দিন, ঈদগাঁও ::

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ৩টি যাত্রীবাহী যানবাহনে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের মারধরে আহত হয়েছে চালকসহ ৩ জন যাত্রী। ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ৭টায় উল্লেখিত সড়কের ক্রাইম পয়েন্ট পানেরছড়া ঢালার বড় উঠনি নামক স্থানে ঈদগড় থেকে যাত্রী নিয়ে রাকিব এক্সপ্রেস নামের একটি সিএনজি টেক্সি ও দুটি টমটম ঈদগাঁও যাওয়ার পথে আগে থেকে উৎপেতে থাকা সশস্ত্র ৮/১০ জনের একটি ডাকাতদল বেরিকেট দিয়ে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর পূর্বক যাত্রীদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতের এলোপাথাড়ী মারধরে সিএনজি চালক জাকির হোসেন (৪২)সহ ৩ যাত্রী আহত হয়।

ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্প ইনচার্জ আবুল হাশেমের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি ছুটিতে রয়েছেন বলে জানান। এলাকার সচেতন ব্যক্তিরা ঢালা এলাকায় পুলিশ টহল ডিউটির আগে এবং পরে সড়কে চলাচল করা কিছু সুবিধাভোগী অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান ।

পাঠকের মতামত: