ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

ঈদগাঁওতে পরকীয়ার বলি হলেন স্ত্রী রেহেনা

mirtuসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে পরকীয়ার বলি হলেন গৃহবধু রেহেনা আক্তার (৩৫)। ১২ ফেব্রুয়ারী ইসলামপুর ইউনিয়নের জওন্নাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেহেনা ৩ সন্তানের জননী এবং ওই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। নিহতের বড় ভাই জয়নাল, ভাবী আক্তারু বেগম এবং রেহেনার দু’শিশুপুত্র হেলাল ও জালাল জানায়, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ঈদগাঁও ইউনিয়নের কলেজ গেইটস্থ হাছিনা পাহাড়ের ফয়েজ আলমের মালিকানাধীন ভাড়া বাসার মনুর মেয়ে তছলিমার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী’র মধ্যে প্রায়শঃ ঝগড়া বিবাদ লেগে থাকত। ১০ ফেব্রুয়ারী গভীর রাতে এ এবিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে আবারও কথা কাটাকাটি হলে জাহাঙ্গীর উত্তেজিত হয়ে রেহেনোকে কানের গোড়ায় সজোরে আঘাত করে। আঘাত তীব্র হওয়ায় জাহাঙ্গীর রেহেনাকে নিজের পরিচয় গোপন রেখে জেলা সদর হাসপাতালে ভর্তি করে সটকে পড়ে এবং পরদিন রেহেনার ভাবী আক্তারুকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ফোন দেয়। ১২ ফেব্রুয়ারী নিহত রেহেনার আতœীয়-স্বজনেরা হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারেন রেহেনার মৃত্যু হয়েছে। রেহেনার পরিবার এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার শরনাপন্ন হলে থানা পুলিশ সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এরিপোর্ট লিখা পর্যন্ত (রাত সাড়ে ৮ দিকে) রেহেনার লাশ দাফনের প্রস্ততি চলছিল। ওয়ার্ড মেম্বার সেলিম উল্লাহ সিরাজীসহ প্রায় ২ আড়াইশ লোক এসময় উপস্থিত ছিলেন। তিনি জানান, ইতিপূর্বেও জাহাঙ্গীর রেহেনার উপর অনেকবার নির্যাতন চালিয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দু’জনকে ডেকে অনেকবার মিলিয়ে দিয়েছেন। পরকীয়ায় আসক্ত হবেননা মর্মে জাহাঙ্গীর তার কাছে অনেকবার অঙ্গীকারও করেছে এরপরও পাষন্ড স্বামী জাহাঙ্গীর রেহেনার উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে বারবার। শেষতক তাকে পরপারের উদ্দেশ্যে পাড়ি জমাতে হল।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ আসলাম হোসেন জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে আপপাতত কিছু বলতে পারবনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেননা তবে লোকমুখে বিষয়টি শুনেছেন। রেহেনার স্বজন ও স্থানীয়রা পাষন্ড জাহাঙ্গীরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

###############

 ভারুয়াখালী থেকে সাজাপ্রাপ্তসহ ৯ আসামী আটক

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন থেকে সাজাপ্রাপ্ত দুই জনসহ ৯ আসামী আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে ভারুয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামী আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক আব্দু রহিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, রাজিব কান্তি নাথ, আবুল কালাম, ওমর ফারুক ও সহকারী উপ-পরিদর্শক মোঃ ছৈয়দ ও সঙ্গীয় ফোর্স ভারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ২ সাজাপ্রাপ্ত বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে আটক করে। সাজাপ্রাপ্তরা হলেন-১০ বছরের সাজাপ্রাপ্ত ভারুয়াখালী ঘোনারপাড়া এলাকার মৃত মোছাফফর আহমদের ছেলে মহিউদ্দিন (৪৫) ও ২ বছরের সাজাপ্রাপ্ত চৌচুলা মোরা এলাকার মৃত মোহাম্মদ আব্দুল গণির পুত্র আলী হোসেন (৫০)। এছাড়া অন্য আসামীরা হলেন, উল্টাখালী এলাকার আমির হামজার পুত্র আব্দু রহিম (৩২), আদর্শগ্রাম এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র আব্দুল হামিদ (৪৫), একই এলাকার ফজলুল করিমের পুত্র জকির আলম (৩৬), আমির হামজার পুত্র জসিম উদ্দিন (২৪), মৃত ফজলুল করিমের পুত্র আমির হামজা (৫৫), উল্টাখালী এলাকার গোলাম কবিরের পুত্র ছব্বির আহমদ (৫০) ও একই এলাকার ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ ইসলাম (৫০)।

 

 

পাঠকের মতামত: