ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ইসলামাবাদে দূর্বৃত্তের গুলিতে হতাহত ২

nihotমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে দূর্বৃত্তদের গুলিতে বিদেশ ফেরত এক যুবক নিহত এবং এক ব্যবসায়ী আহত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার রাত ১২টার দিকে ফকিরাবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, ফকিরা বাজার এলাকায় বর্ণিত তারিখ ও সময়ে একটি বিচার শালিস আরম্ভ হয়। এর কিছুক্ষণ পর একদল দূর্বৃত্ত এসে কিছু বুঝে উঠার আগেই গুলি করতে থাকে। এতে নুরুল আবছার নামক এক যুবক নিহত ও আব্দুল্লাহ আল আকাশ নামের স্থানীয় এক ব্যবসায়ী আহত হয়। তাকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত যুবক সদরের ভারুয়াখালী হাজি পাড়ার নজির আহমদের বিদেশ ফেরত ছেলে। উল্লেখ্য যে, উক্ত এলাকায় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে রাতে পুর্ব নির্ধারিত একটি বিচার শালিস শুরু হয়। শুরু হওয়ার পর হঠাৎ কোন কিছু বুঝার পূর্বে দূর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। ইসলামাবাদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর ছিদ্দিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: