ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ইসলামপুরে ট্রাক চাপায় কিশোর নিহত

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি::

14কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের নতুন অফিস বাজারে চট্টগ্রামগামী লবণ বোজাই ট্রাক চাপায় এক কিশোর মর্মান্তিকভাবে নিহত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারে ঘটে এ দূর্ঘটনা। নিহত কিশোরের নাম মো: ফিরোজ (১৮)। সে বর্ণিত ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের নুরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মো: ফিরোজ লবণ মাটের কাজ শেষে নতুন অফিস বাজারে মসজিদের পাশে ফুটপাতে দাঁড়িয়ে তার পিতার জন্য অপেক্ষা করছিলেন। এসময় লবণ বোজায় দ্রুতগামী ট্রাক যার নম্বর ঢাকামেট্রো- ট- ১৮-৭৬৭৬ বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এসময় সে ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়দের সহায়তায় পাশ্ববর্তী খুটাখালী বাজারে ঘাতক ট্রাক ও ড্রাইভারকে জনতা আটক করে মারধর করেন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ খুটাখালী বাজার থেকে ট্রাক ও ড্রাইভারকে তাদের জিম্মায় নেয়। ইসলামপুর ৪ নং ওয়ার্ড মেম্বার ওবাইদুল হক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: