ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ইনানীতে ২লক্ষাধিক টাকার ঝিনুক আটক ঃ জড়িতরা অধরা

jinukমাহমুদুল হক বাবুল, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ার উপক’লীয় জালিয়াপালং ইউনিয়নের ইনানীর রূপপতি নামক এলাকা থেকে পাচারকালে ইনানী রেঞ্জ কর্মকর্তা ব্রজগোপাল রাজ বংশীর নেতৃত্বে বন কর্মকর্তা, কর্মচারীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ঝিনুক উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় অভিযান টের পেয়ে ঝিনুক পাচারের সাথে জড়িত পরিবেশ ধ্বংসকারীদের অন্যতম গডফাদার ছেংছুড়ি এলাকার ভুলু ও আলতাফ হোসেন দ্রুত পালিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বলে জানা গেছে। শনিবার ভোর ৪ টার দিকে উক্ত অবৈধ ঝিনুক গুলো উদ্ধার করা হয়। জানা যায়, রূপপতি ছেংছুড়ি এলাকার চিহ্নিত ২ পরিবেশ ধ্বংসকারী রোহিঙ্গা বান্ধব ভুলু ও আলতাফ হোসেন দীর্ঘ কয়েক বছর ধরে জেলা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় বন বিভাগকে বৃদ্ধঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে সাগর ঘেষা মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বসবাসকৃত রোহিঙ্গাদের মাধ্যমে ঝিনুক কুড়াই করে, উক্ত ঝিনুক গুলো ট্রাক যোগে দেশের বিভন্ন স্থানে পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের এ অবৈধ অর্থের একটি অংশ বিএনপি জামাতের কথিত দালালদের পকেটে যায় বলে জানা গেছে। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, ছোয়াংখালী বিট কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, ইনানী বিট কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জালিয়াপালং বিট কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী প্রমূখ। উল্লেখ্য তাদের এ পাচার কাজে কেই প্রতিবাদ বা বাধা প্রধান করিলে তা হলে তাদের উপর নেমে আসে চরম নির্যাতন ও অত্যচার। তাই এলাকার কেউ তাদের অত্যাচারের ভয়ে মূখ খুলতে রাজি নয়।

পাঠকের মতামত: