ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

আজও কালবৈশাখীর আভাস, বন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক ::

সারাদেশে কাল বৈশাখী ঝড়ের প্রভাবে চট্টগ্রামে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে রাতে কাল বৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মো. হেলাল উদ্দিন গতকাল আজাদীকে বলেন, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও হালকা বা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই দপ্তরের বিশ্বজিৎ নামে আরেক আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আজাদীকে বলেন, বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ থেকে ২০ কিমি থাকবে। তবে তা ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এজন্য নৌ–বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রধান কার্যালয়ের পূর্বাভাসে বলা হয়েছে,

রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ–হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য এলাকাগুলোতেও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিমি থাকতে পারে। ওসব এলাকাগুলোর নৌ–বন্দরসমূহকে ১ নম্বর নৌ– হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৮টা ১৬ মিনিটে কাল বৈশাখী ঝড় চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে গেছে। ঘন্টায় এর গতিবেগ ছিল ৮০কিমি।

পাঠকের মতামত: