ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কাল ৮ ডিসেম্বর অধ্যক্ষ জয়নাল আবেদিনের ১ম মৃত্যুবার্ষিকী

চকরিয়া নিউজ ডেস্ক ::
চকরিয়ার কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ অধ্যক্ষ জয়নাল আবেদিনের ১ম মৃত্যুবার্ষিকী কাল ৮ডিসেম্বর। সবার প্রিয় শিক্ষক অধ্যক্ষ জয়নাল আবেদিন গত ২০১৫ সালের এই দিনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি কর্মময় জীবনে দীর্ঘদিন ধরে চকরিয়া কলেজে বানিজ্য বিভাগের অধ্যাপক হিসেকে দায়িত্ব পালন করে গেছেন। পরবর্তী সময়ে তিনি চকরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছিলেন। গত বছরের ৮ ডিসেম্বর/২০১৫ সালে মানুষ গড়ার এ মহান কারিগর জয়নাল আবেদিন মৃত্যুকালেও তিনি চকরিয়া কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। মানবতাবাদী এই শিক্ষক ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, ন্যায়পরায়ন ও পরোপকারী মানুষ ছিলেন। এই মহান শিক্ষকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চকরিয়া কমার্স কলেজ ও পরিবারের মধ্যে ওইদিনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আবেদ ও আত্মীয় স্বজন সকলে মরহুম অধ্যক্ষ জয়নাল আবেদিনের পরকালের জন্য দোয়া কামনা করছেন।

পাঠকের মতামত: